শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: যাদবপুরে প্রার্থী সায়নী কেন? নির্বাচনীপ্রচারে জানালেন মমতা

Riya Patra | ২৬ মে ২০২৪ ১৮ : ৪৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে লোকসভা হোক কিম্বা বিধানসভা, যাদবপুর বরাবর একটা বড় ফ্যাক্টর। সেই যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে বিস্তর। যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী এবার আর ভোট লড়ছেন না। সাংসদ থাকার সময়েও তাঁর অনুপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা, অভিযোগ উঠে এসেছে যাদবপুর থেকে। এবার প্রার্থী 'এলাকার মেয়ে' সায়নী। তাঁর প্রচারেই এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জানালেন, কেন প্রার্থী হিসেবে সায়নীর নামের পাশেই সিলমোহর। যদিও মিমির নাম উল্লেখ করলেন না, তবুও মমতার বক্তব্যে রইলেন তিনিও। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এদিন বলেন, 'সায়নীকে দিয়েছি এই কারণে, আগেরবার আপনারা অতটা সার্ভিস পাননি।' সঙ্গেই তিনি বলেন, 'তার অবশ্য কোনও দোষ ছিল না। সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত। এটা আমাদেরই দোষ।' মমতা বললেন, ভুল শুধরে নেওয়ার জন্য এবার প্রার্থী সায়নী। তিনি এলাকায় পড়ে থেকে লড়াই করবেন, উন্নয়নের কাজে। ভোটের আগে মমতার এই বক্তব্য তাৎপর্যপূর্ন বলেই মত ওয়াকিবহাল মহলের। 

শেষ মুহূর্তে যেমন নির্বাচনী প্রচারের ঝড়, তেমনই রেমাল ঘূর্ণিঝড়ের আতঙ্ক এই মুহূর্তে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, এগিয়ে আসছে ল্যান্ডফলের সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। বাতিল ট্রেন, বিমান, পরীক্ষা, সভা, মিছিল। তবে এদিন একেবারে অভিভাবকের মতোই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বললেন, '৬ টার পর থেকে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। ভয় পাবেন না। তবে সাবধানে থাকবেন।' বিদ্যুতের পোল থেকে যাতে কোনও বিপত্তি না ঘটে সেদিকে নজর দিতে বলেন মন্ত্রীকে। বিদ্যুৎ চলে গেলে চিন্তা করতে নিষেধ করেন। একই সঙ্গে একগুচ্ছ উপদেশ দিয়ে বলেন, খুব ঝড় জলের সময় টিভি, এসি না চালানোর কথা। দুর্যোগ ঝুঁকি নিয়ে যে কেবল বাংলাতেই সভা মিছিল হতে পারে, সেকথাও মনে করিয়ে দিলেন তিনি । একই সঙ্গে কটাক্ষ করেন বিজেপিকে। প্রশ্ন করেন, উন্নয়নের কাজে বাধা দিয়ে কেন দীর্ঘসময়ের এই নির্বাচন? জগন্নাথ বিতর্কের উত্থাপনও করেন বক্তব্যে। শুধু মোদি, গেরুয়া শিবিরকে কটাক্ষ নয়, মমতা জানালেন তাঁর জামানায় কোথায় কী কাজ করছেন দলের নেতারা, সেদিকেও তাঁর সজাগ নজর। এদিন দলনেত্রী বলেন, 'আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না। দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে। আমি বলব হয় শুধরে নেবে, নইলে আমি শুধরে দেব।' নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এদিন যেন মমতা ফের রাজনীতির পাঠ দিলেন দলের নেতা নেত্রীদের। স্পষ্ট ভাষায় জানালেন, 'আমিও জনগণের উর্দ্ধে নই। আমি আজও এখানে, কারণ আপনারা এখানে রেখেছেন। আমার সবচেয়ে বড় কথা, কমিটমেন্ট আমাকে নয়, মানুষকে।'




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24